https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/01/31/9df0669c274d04393021753e95bed0dd-5e341fb71f0c8.jpg
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়

সানম্যান এক্সপ্রেসের রেমিট্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান

by

দেশে টাকা পাঠানোর প্রতিষ্ঠান সানম্যান গ্লোবাল এক্সপ্রেস করপোরেশনের রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক তাসনিমা সানিয়া মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএ ও এমএসবি স্পেশালিস্ট আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেছের আহম্মেদ, রেজাউল করিম ও ব্যাংকের কর্মকর্তারা।
স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের ইনচার্জ মাছুদ রানা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, গত বছর সানম্যান প্রায় ৪৫ মিলিয়ন ডলার বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়েছে। যা আগের বছরের চেয়ে প্রায় ১৫ মিলিয়ন বেশি। সানম্যান এখন নিউইয়র্কের শ্রেষ্ঠ মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের একটি। তিনি সব গ্রাহক এবং এজেন্ট কোম্পানিকে সানম্যানের মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ জানান এবং বৈধভাবে টাকা পাঠিয়ে দেশ থেকে ২% বেশি ব্যাংক থেকে অর্থ পাওয়ার কথা বলেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সানম্যানের গ্রাহকদের পক্ষ থেকে সম্মাননা পান প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর (অব.) আবদুল মান্নান। বেষ্ট প্যাট্রন হিসেবে সম্মাননা পান আনোয়ার হোসেন। বেস্ট ইনচার্জ হিসেবে সম্মাননা পান মাছুদ রানা। এ ছাড়া বেস্ট সিএফও হিসেবে সম্মাননা পান মো. আমিনুল ইসলাম, বেস্ট এমপ্লয়ি সম্মাননা পান মো. মাযহারুল ইসলাম ও বেস্ট ব্রাঞ্চ ম্যানেজারের সম্মাননা পান মো. জাকির হোসেন।
এ বছর গ্রাহকদের থেকে ১০ জন গ্রাহক এবং এজেন্টদের মধ্য থেকে পাঁচজনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট, ল্যাপটপ এবং কম্পিউটার দেওয়া হয়। এজেন্টদের মধ্য থেকে সম্মাননা পুরস্কার পায়— বিএসএসইওএস করপ, স্কাই ওয়্যারলেস, শৈশব কমিউনিকেশন, এনকর ভিশন এবং এসএম ডিজিটাল সাইন অ্যান্ড প্রিন্টিং ইন্‌ক।
বিশেষ উপহার পান—মদিনা ডেলি অ্যান্ড গ্রোসারি, সেবা এক্সপ্রেস, মিতালি সার্ভিস ইন্‌ক, গ্লোরিয়াস ইউএস ইন্‌ক, গ্লোবাল ইনফো ম্যানেজমেন্ট অ্যান্ড সার্ভিস, লিলি কমিউনিকেশন, নাছির সেল ফোন ইন্‌ক, মিম ওয়্যারলেস ইন্‌ক, বিডি কমিউনিকেশন, এ এস এম উদ্দিন, যমুনা ইন্‌ক, এরিনা ওয়্যারলেস ইন্‌ক, মোবাইল চয়েজ ইন্‌ক, সেভেন ইউনিক, নিউ এনকর গ্রোসারি, হাকিম অ্যান্ড কোং মাল্টি সার্ভিস, ওয়ার্ল্ড টুরস অ্যান্ড ট্রাভেলস, যোবাইদা এন্টারপ্রাইজ বাফালো এবং অন্যান্য এজেন্ট কোম্পানি।
এ ছাড়া সব গ্রাহক ও অতিথিদের জন্য ছিল বিশেষ উপহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা সানম্যানের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আনোয়ার হোসেন মানি ট্রান্সফার করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। তিনি সবাইকে দেশে বৈধভাবে টাকা পাঠানোর অনুরোধ জানান।
অনুষ্ঠানের সভাপতি তাসনিমা সানিয়া মান্নান সবাইকে সানম্যানের মাধ্যমে টাকা পাঠানোর জন্য ধন্যবাদ জানান।