পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা
দূতাবাসের বাংলাদেশি কর্মীরা নির্বাচন পর্যবেক্ষণে থাকতে পারবেন না
by কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাঢাকার দূতাবাসগুলোতে কর্মরত বাংলাদেশের নাগরিকেরা বিদেশি পর্যবেক্ষক হিসেবে সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না। তাই বিদেশে মিশনগুলো যাতে সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষক দলে বাংলাদেশের নাগরিকদের যুক্ত না করে সে ব্যাপারে বিদেশি মিশনগুলোকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকার সব বিদেশি মিশনে পাঠানো এক চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।
বিদেশি মিশনগুলোতে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারির সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য কয়েকটি মিশন পর্যবেক্ষক দল গঠন করেছে বলে জানতে পেরেছে। এ নিয়ে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের বিষয়ে ২০১৮ সালের নির্দেশনা দূতাবাসগুলোকে স্মরণ করিয়ে দিতে চায়। ওই নির্দেশনায় বলা আছে, বাংলাদেশের কোনো নাগরিক আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণে বিবেচিত হতে পারেন না।
এই প্রেক্ষাপটে বিদেশি মিশনগুলো যেন সিটি করপোরেশন নির্বাচনের পর্যবেক্ষক দলে তাদের কর্মকর্তা হিসেবে কর্মরত বাংলাদেশের নাগরিকদের যুক্ত না করে। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করেছে সবগুলো বিদেশি মিশন এ বিষয়টিকে বিবেচনায় নেবে।