আহসানিয়া হাসপাতালের গ্লোবাল কনসালট্যান্ট শাহ নাজমুল
by উত্তর আমেরিকা অফিসশেরে বাংলা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক শাহ নাজমুল আলম উত্তরায় অবস্থিত আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের গ্লোবাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।
২০১১ সালে নিউইয়র্ক থেকে মাউন্ট সিনাই হাসপাতালের ছয় সদস্য বিশিষ্ট চিকিৎসকদের একটি প্রতিনিধি দল শাহ নাজমুল আলমের নেতৃত্বে আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতাল পরিদর্শন করেন।
শাহ আলম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা নিউইয়র্ক চ্যাপ্টার ইন্ক-এর যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, আমরা যখন আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে যাই তখন জরায়ু ক্যানসারের ওপর কাজ করি। এ ছাড়া বহির্বিশ্বে ক্যানসার গবেষণা ও চিকিৎসা প্রকল্প বাস্তবায়নে প্রকল্পটি আমাদের মাধ্যমে তদারকি করা হবে।
৮ জানুয়ারি শাহ নাজমুল আলমের হাতে নিয়োগ পত্র তুলে দেন আহসানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ইফতেখারুল ইসলাম।
বর্তমানে শাহ নাজমুল আলম লাগার্ডিয়া কমিউনিটি কলেজের মেডিকেল বিভাগে সহকারী অধ্যাপক, নিউইয়র্ক ফারজানা হেলথ কেয়ার অ্যান্ড ক্যানসার রিসার্চের নির্বাহী পরিচালক, এইস ইনস্টিটিটিউট অব টেকনোলোজি মেডিকেল বিভাগের নির্বাহী পরিচালক এবং এক্সজামেক মেডিকেল এক্সামিনেশন কোম্পানির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।