সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: সিইসি

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/01/31/f6780571e0cce340eafc0e2dd6ac9017-5e34230de56f1.jpg
সিইসি কে এম নূরুল হুদা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটপূর্ব সংবাদ সম্মেলনে সিইসি একথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি শেষ। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সামগ্রী পৌঁছে গেছে। প্রিজাইডিং অফিসারসহ সবাই যার যার দায়িত্ব গ্রহণ করেছেন।  আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করছে।’

সিইসি বলেন, ‘আমরা নির্বাচনের সার্বিক পরিবেশ পর্যালোচনা করেছি। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। টেলিফোনে রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। কোনও সমস্যা নেই। নির্বাচন নিয়ে আশঙ্কার কিছু নেই। ভোটাররা ভোট দিতে পারবে এটা প্রতিষ্ঠিত করতে সবার সহযোগিতা চাই।’

তিনি বলেন, ‘ভোটাররা অবাধ ও নির্বিঘ্নে নির্বাচনে অংশ নেবেন। ভোট দিতে চলে আসবেন। তাদের কোনও অসুবিধা নেই। সব দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচন প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক হলে পরিবেশ উন্নত হয়। সিটি নির্বাচনে সেই পরিবেশ বিরাজমান।’

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/01/31/c2a576e3125028b5b278e6385eac7cd7-5e34230e8b62a.jpg
সিইসি কে এম নূরুল হুদা

এজেন্টদের বের করে দেওয়ার আশঙ্কা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘এজেন্টদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন দায়িত্ব নিয়ে অবস্থান করেন। কেউ একজন বললো আর তিনি বেরিয়ে যাবেন সেটা যেন না করেন। এ ধরনের ঘটনা যদিও ঘটার সম্ভাবনা কম। তারপর যদি ঘটেও সঙ্গে সঙ্গে প্রিজাইডিং অফিসারের সাহায্য নেবেন।  নির্বাহী ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসারকে জানাবেন। তিনি ব্যবস্থা নেবেন। এজন্য ইসির কাছে আসার দরকার নেই। রিটার্নিং অফিসারই যথেষ্ট।’

তিনি আরও বলেন, ‘নিজে থেকে যদি বেরিয়ে না যান তাহলে এজেন্টেদের বের করার সুযোগ নেই। আর আইনশৃঙ্খলা বাহিনীকে আমি আগেই বলেছি এজেন্টদের সেল্টার দিতে। তারা নির্বাচন কেন্দ্রে প্রবেশ করার পর তাদের দেখভালের দায়িত্ব আমাদের। তবে, অনেক সময় না জানিয়ে বেরিয়ে যায় আর বলা হয় আমাদের এজেন্ট নেই।’