টাঙ্গাইলে ঝুলন্ত লাশ উদ্ধার

by

 

https://cdn.banglatribune.com/contents/cache/images/600x0x1/uploads/media/2015/12/13/3396ed0779981f2df1e7aec0e3b4a2c5-tangail-.jpg
টাঙ্গাইল

টাঙ্গাইলে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম কানাই মালো (১৮)। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে ভূঞাপুর উপজেলার ফলদা হিন্দুপাড়া এলাকার ঝিনাই নদীর পাড়ে কদম গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল ইসলাম বলেন, ‘কানাই মালো টাঙ্গাইল শহরে ফনিদ্র মিষ্টান্ন ভাণ্ডারে কাজ করতো। বৃহস্পতিবার সরস্বতী পূজা উপলক্ষে বাড়িতে আসে। বৃহস্পতিবার টাঙ্গাইল চলে যাচ্ছে বলে তার মাকে জানায়। শুক্রবার সকালে ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঝিনাই নদীর পাড়ের একটি কদম গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।’ কানাই মালো উপজেলার ফলদা হিন্দুপাড়া গ্রামের মৃত রবি মালোর ছেলে।

অপরদিকে গোপালপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মরিয়ম বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী গোপালপুর পৌরসভার তামাকপট্টি এলাকার ইউসুফ আলীর স্ত্রী। শুক্রবার দুপুর ১২টার দিকে থানা সংলগ্ন পোস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া ধনবাড়ী পৌর শহরের স্কুলশিক্ষক সুলতানুজ্জামান হেলাল নিখোঁজ হয়েছেন। তার পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে।

সুলতানুজ্জামান হেলালের বড় ভাই আবু বকর সিদ্দিক বলেন, ‘বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে সুলতানুজ্জামান হেলাল ধনবাড়ী বাজার থেকে কাঁচা বাজার করে নল্যা বাজারের বিষ্ণুর সেলুনের দোকানের সামনে তার মোটরসাইকেলটি রেখে চা খেতে যান। পরে তিনি আর ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে তার স্কুলের অফিস কক্ষের মেঝেতে বিভিন্ন স্থানে পড়ে থাকা রক্ত ও মোবাইল ফোন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে- তাকে খুন করে লাশ গুম করা হয়েছে।’

ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, ‘রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাকে হত্যা করে গুম করার ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পরিবারের দাবি তাকে খুন করে লাশ গুম করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।’