জামিয়ার বন্দুকবাজকে পুরস্কৃত করতে চায় হিন্দু মহাসভা

by

দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচিতে গুলিবর্ষণকারী কিশোরকে ‘সাহসিকতার’ জন্য পুরস্কৃত করতে চায় হিন্দু মহাসভা। প্রতিবাদকারীদের দেশদ্রোহী (অ্যান্টি-ন্যাশনাল) আখ্যা দিয়ে ওই হিন্দুত্ববাদী সংগঠন মন্তব্য করেছে, তাদেরকে গুলি করেই মারা উচিত।

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/01/31/fd28c54ebeb377e02b11b4d9cadc1273-5e341c5fc7a37.jpg

বৃহস্পতিবার বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জামিয়ার শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলো। দুপুরের দিকে পুলিশের উপস্থিতিতেই গোপাল নামের এক কথিত রামভক্ত কিশোর ‘এই নাও আজাদি’ বলে তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে আহত হয়ে এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। অভিযোগ উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে।

শুক্রবার হিন্দু মহাসভার মুখপাত্র অশোক পাণ্ডে গুলিবর্ষণকারীর পক্ষে সাফাই গেয়ে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এই ছেলেটির জন্যে গর্বিত। সে জামিয়ার অ্যান্টি ন্যাশনালদের মুখ বন্ধ করতে উদ্যত  হয়েছিল। একেবারে আজাদি দিয়ে দিতে চেয়েছিল।’ অশোক পাণ্ডের দাবি, ‘দেশদ্রোহীদের গুলি করেই মারা উচিত।’

মহাত্মা গান্ধীর ৭২তম মৃত্যুবার্ষিকীতে  সিএএ-বিরোধী মিছিলের আয়োজন করেছিল জামিয়ার শিক্ষার্থীরা। হোলি ফ্যামিলি হাসপাতালের সামনে বসানো ব্যারিকেড দিয়ে এই মিছিল আটকানো হয়। এগোতে না পেরে ব্যারিকেডের সামনেই রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। সেই সময়ই তাদের উপর চড়াও হয় গোপাল নামের ওই কিশোর।