ব্ল্যাকহেডস দূর করে আলু
by লাইফস্টাইল ডেস্কলোমকূপে ময়লা ও তেল জমে সৃষ্টি হয় ব্ল্যাকহেডসের। সাধারণত নাকের খাঁজে ও চিবুকে ব্ল্যাকহেডস হয়। এগুলো দূর করতে আলুর একটি প্যাক বানিয়ে নিন ঘরেই।
যা যা লাগবে
একটি মাঝারি মাপের আলু
১ চা চামচ আপেল সিডার ভিনেগার
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন
আলু টুকরো করে কেটে আপেল সিডার ভিনেগারে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। ভিনেগার মেশানো আলুর টুকরো ব্লেন্ড করে আইস ট্রেতে রেখে দিন। বরফ জমাট বেধে যাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে সেই কিউবগুলো ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে ম্যাসাজ করুন। দিনে কয়েকবার ম্যাসাজ করলে সপ্তাহ খানেকের মধ্যেই মিলবে ফল।
এছাড়া আলু স্লাইস করে কেটে মোটা দানার চিনি লাগিয়ে ত্বকে ঘষলেও দূর হবে ব্ল্যাকহেডস।