https://www.somoynews.tv/img/upload/medium/brexit-final-195551.jpg

রাতেই বিচ্ছেদ

by

দীর্ঘ তর্ক-বিতর্কের পর অবশেষে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় ইইউ থেকে বের হয়ে যাবে দেশটি।

গেল বুধবার ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা ঐতিহাসিক ব্রেক্সিট চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেন। পার্লামেন্টে ৬২১-৪৯ ভোটে পাস হয় চুক্তিটি। প্রতিষ্ঠার ৪৭ বছর পর ইইউ থেকে বের হয়ে যাচ্ছে যুক্তরাজ্য।

ব্রেক্সিট কার্যকরের চূড়ান্ত ঘণ্টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়াও সরকারি প্রতিষ্ঠানসহ বড় বড় সব স্থাপনায় টানানো হবে যুক্তরাজ্যের জাতীয় পতাকা।