দম দিয়ে আবারো উঠছে পেঁয়াজের দাম

by

কয়েকদিনের বিরতি দিয়ে বাজারে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহ ব্যবধানে রাজধানীর শ্যামবাজারে সবধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫-৪৫ টাকা পর্যন্ত।

আড়তদাররা বলছেন, মূল কাটা পেঁয়াজের মজুদ শেষ পর্যায়ে। আমদানিকারকদের দাবি, ফেব্রুয়ারিতে ঘাটতির আশঙ্কা করে আমদানি বাড়াতে সরকারকে তাগিদ দেয়া হয়েছে। অথচ রমজানে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আকাশ ও নৌপথে আমদানি আর দেশীয় মূলকাটা পেঁয়াজের উপস্থিতি কিছুটা স্থিতিশীল করেছিল দেশের পেঁয়াজের বাজারকে। যোগান বাড়ায় পাইকারিতে দেশি পেঁয়াজের দাম নেমে আসে ৮০ টাকায়। দাম কমে আমদানি করা পেঁয়াজেরও।

তবে হঠাৎ উল্টো পথে হাটছে পেঁয়াজের বাজার। শ্যামবাজারে সপ্তাহ ব্যবধানে ৮০ টাকা কেজির দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকা পর্যন্ত। মিয়ানমারের পেঁয়াজের দাম উঠেছে প্রতিকেজি ১১০-১২০ টাকা। কেজিতে ১০-২৫ টাকা বেড়ে পাকিস্তান, মিশর, নেদারল্যান্ড ও চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৮৫ টাকায়।

আড়তদারদের দাবি, এক সপ্তাহ আগে দেশি-আমদানি মিলিয়ে শ্যামবাজারে দৈনিক প্রায় ৬শ’ টন পেঁয়াজ আসত। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২০০ টনে।

এ অবস্থায় আড়তদার, আমদানিকারকের সঙ্গে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রমজান মাস সামনে রেখে মার্চ মাস নাগাদ ২ লাখ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মার্চে দেশীয় নতুন পেঁয়াজ আসবে বাজারে। তাই শুধু ফেব্রুয়ারি মাসের জন্য পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়ার তাগিদ দেয়া হয়েছে বলে জানালেন  আমদানিকারকরা।


পেঁয়াজের মৌসুমে প্রায় ১৫ লাখ টন দেশীয় পেঁয়াজ বাজারে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।