সড়ক দুর্ঘটনায় ব্রঙ্কসে বাংলাদেশি আতাউর নিহত
by উত্তর আমেরিকা অফিসসড়ক দুর্ঘটনায় ব্রঙ্কসের এক বাংলাদেশি বাসিন্দা নিহত হয়েছেন। নিউইয়র্ক নগরীর ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত বাংলাদেশি মোহাম্মদ আতাউর রহমান (৬৫) ১৮ জানুয়ারি এক সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে ২১ জানুয়ারি জ্যাকবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আতাউর রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার ছিরামপুর গ্রামে। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আতাউর রহমান পার্কচেস্টার জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমানের বড় ভাই।
১৮ জানুয়ারি রাত ১০ টার দিকে নর্থ ব্রঙ্কসে রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি গাড়ি এসে আতাউরকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং একটি পা ভেঙে যায়। পথচারীদের কেউ ৯১১ কল করলে অ্যাম্বুলেন্স এসে তাঁকে জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। ২১ জানুয়ারি মৃত্যুর আগ পর্যন্ত তিনি জ্যাকবি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।
মরহুম মোহাম্মদ আতাউর রহমান পরিবার নিয়ে ব্রঙ্কসে বসবাস করছিলেন। মরহুমের জানাজার নামাজ ২৪ জানুয়ারি পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে নিউজার্সির মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হয়।