স্কুল শিক্ষার্থীদের জেল থেকে দূরে রাখার প্রয়াস
by রোমেনা লেইসনিউইয়র্ক অঙ্গরাজ্য আইনসভায় কুইন্স থেকে নির্বাচিত সিনেটর জেসিকা রামোস বলেছেন, আচরণের উন্নতির জন্য স্কুলের শিক্ষার্থীদের কারাগার পাইপলাইনে পাঠানো বন্ধ করতে হবে। শুদ্ধির জন্য স্কুলগুলো শিক্ষার্থীদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করে, তাও সীমাবদ্ধ করতে হবে। ২৭ জানুয়ারি আলবেনিতে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।
এ সম্পর্কিত বিলটি গত বছর ব্রুকলিনের রাজ্য সিনেটর ভেলম্যানেট মন্টগোমেরি উত্থাপন করেছিলেন। স্কুলের শিক্ষার্থীদের ২০ দিনের বেশি সাসপেনশনের ওপর স্থগিতাদেশ দেওয়ার আহ্বান জানানো হয় ওই বিলে। বিলটি পাস হলে কিন্ডারগার্টেন থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের স্থগিতাদেশ দেওয়া থেকে বিরত থাকতে হবে স্কুলগুলোকে। বিলে বলা হয়েছে, শিক্ষার্থীদের আচরণ শোধরাতে এ ধরনের পদক্ষেপ একেবারে শেষ ধাপে নেওয়া উচিত। শুধু এ পর্যায়েই নয়, প্রতিটি পর্যায়েই বিষয়টি মেনে চলা উচিত।
এ বিষয়ে জেসিকা রামোস বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে শাস্তি দিচ্ছি। এটি মোটেও ঠিক নয়। আমাদের মূলত বাচ্চাদের লালনপালনের দিকে নজর দেওয়া উচিত। আর উচিত তাদের কারাগার থেকে দূরে রাখা।
নগরীর স্বতন্ত্র বাজেট অফিস থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের স্থগিতাদেশগুলোর বাইরে স্কুলের প্রায় ৯০ শতাংশ ব্ল্যাক বা হিস্পানিক শিক্ষার্থীদের নামে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কালো শিক্ষার্থীরা অন্য শিক্ষার্থীদের তুলনায় এ ধরনের শাস্তি বেশি ও দীর্ঘ সময় ধরে ভোগ করে।