https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/01/31/aa14a9d91bc7f8a3fa34a59e7b34e58b-5e33fc9fb089f.jpg
মিশিগানে কনস্যুলেটের দাবিতে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা

মিশিগানে কনস্যুলেটের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

by

মিশিগানে বাংলাদেশের স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহস্রাধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই জানান দিয়েছে মিশিগানে বাংলাদেশের স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন এখন সময়ের দাবি।
মিশিগানবাসীর উদ্যোগে ২৬ জানুয়ারি হ্যামট্রাম্যাক সিটিতে বাংলাদেশ অ্যাভিনিউয়ের একটি রেস্টুরেন্টে এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এতে মিশিগান প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনেকেই ব্যানার-ফেস্টুন নিয়ে উপস্থিত হন।
বৃহত্তর ডেট্রয়েটের বিভিন্ন শহর থেকে বিভিন্ন পেশার লোকজন এ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচির প্রথম দিনে প্রায় এক হাজার ২০০ জন স্বাক্ষর করেছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এ গণস্বাক্ষর কর্মসূচি আরও কিছুদিন থাকবে। সবশেষে তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
মিশিগানে অর্ধ লক্ষাধিক বাংলাদেশির বাস। কিন্তু পাসপোর্ট-ভিসাসহ বিভিন্ন প্রয়োজনে তাদের ওয়াশিংটন ডিসি বা নিউইয়র্কের কনস্যুলেট অফিসে যেতে হয়। যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। তাই মিশিগানবাসীর দাবি এখানে একটি স্থায়ী অফিস করা হোক।
সাংবাদিক মুস্তফা কামাল বলেন, এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমাদের পাসপোর্ট, ভিসা সংক্রান্ত ব্যাপারে নিউইয়র্ক বা ওয়াশিংটন যেতে হয় যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। যদি এখানে একটা অফিস হয় তাহলে সবার জন্যই ভালো হয়।
আলাপকালে বিজিত ধর জানান, মিশিগানে অর্ধ লক্ষাধিক বাঙালির বাস। এখানে একটি কনস্যুলেট অফিস খুবই প্রয়োজন।