https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/01/31/81d993f73dda155ed5d34764794f3797-5e340a70f1af6.jpg
খান’স টিউটোরিয়ালের নতুন শাখা ক্যাসল হিলে

ক্যাসল হিলে খান’স টিউটোরিয়ালের নতুন শাখা

by

ব্রঙ্কসের ক্যাসল হিলে আরও একটি শাখা চালু করেছে খান’স টিউটোরিয়াল। ১৩২৭ ক্যাসল হিল অ্যাভিনিউয়ের নতুন ভেন্যুটি সাবওয়ে থেকে মাত্র এক ব্লক দুরে।
খান’স টিউটোরিয়ালের সিইও ইভান খান জানান, ক্যাসল হিলে অনেক বাংলাদেশি বাস করেন। তাদের সন্তানদের যেন বাড়ির কাছেই পড়াতে পারেন এ জন্য আমরা ক্যাসল হিল ও ওয়েচেস্টার অ্যাভিনিউয়ের এই জায়গাটি বেছে নিয়েছি। ওয়েচেস্টার স্কয়ার ও পার্কেচেস্টারসহ এই এলাকার মানুষকে আর কষ্ট করে দূরে যেতে হবে না। আমাদের নতুন এই শাখার কাছে মসজিদ, মন্দির, গির্জা ও বাজারসহ নানা সুযোগ রয়েছে। যাতায়াতের জন্যও এটা অনেক সুবিধাজনক।
নিউইয়র্কের ব্রুকলিন, কুইন্সের ওজনপার্ক, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এস্টোরিয়াসহ ১০টি স্থানে খান’স টিউটোরিয়ালের শাখা রয়েছে। ১৯৯৪ সালে চালুর পর থেকে এ পর্যন্ত এ প্রতিষ্ঠানের সহশিক্ষা কার্যক্রমে অংশ নিয়ে ৩ হাজার ৩৮৪জন শিক্ষার্থী স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছেন।