মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলা করে পরমাণু কর্মসূচি চলবে ॥ ইরান

http://www.dailyjanakantha.com/files/202001/1580474888_08.jpg

অনলাইন ডেস্ক ॥ ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির ওপর আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করার পর ওই সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তার দেশের প্রয়োজন মেটাতে যত বেশি সম্ভব শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনা করা হবে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে অবৈধ ও আক্রাশমূলক নীতি অব্যাহত রেখে গতকাল রতে আলী আকবর সালেহির নাম নিষেধাজ্ঞার শিকার ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে। একইদিন সন্ধ্যায় কামালবান্দি এক প্রতিক্রিয়ায় বলেন, আমেরিকা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করলেও এতে ওয়াশিংটনের বেপরোয়া মনোভাবের পরিচয় ফুটে উঠেছে।

ইরানের পরমাণু কর্মসূচির ওপর এই নিষেধাজ্ঞার বিন্দুমাত্র প্রভাব পড়বে না বলে তিনি উল্লেখ করেন। কামালবান্দি বলেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে যে আমেরিকা বেরিয়ে গেছে তার পক্ষে এই সমঝোতা বাস্তবায়নে ইরান কতটা আন্তরিক তা নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার নেই।

২০১৬ সালের ১৬ জানুয়ারি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়ন শুরু হয়। কিন্তু সেই শুরুর দিন থেকে ইরান যাতে এ সমঝোতার অর্থনৈতিক সুবিধাগুলো লাভ করতে না পারে সে চেষ্টা করতে থাকে আমেরিকা। ২০১৭ সালের গোড়ার দিকে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্প সে চেষ্টা তীব্রতর করে এবং ২০১৮ সালের মে মাসে ওই সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন।

এরপর থেকে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।