চীন ফেরত বাংলাদেশিদের ১৪ দিন আশকোনা হজ ক্যাম্পে রাখা হবে

by

দেশে করোনা ভাইরাসের কারণে চীনের উহান থেকে বাংলাদেশিদের ঢাকায় আনার পর আশকোনা হজ ক্যাম্পে তাদের ১৪ দিন রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা চীন থেকে আসলে আত্মীয়রা তাদের দেখার জন্য ব্যাকুল হবেন। কিন্তু আমি তাদের অনুরোধ করব, তারা যেন ব্যাকুল না হন। আমরা তাদের সময়মত সব খবর দেব। সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। আমাদের আর্মি এবং পুলিশ সব বিষয়ে দেখাশোনা করবে যেন কোনো বিশৃঙ্খলা না হয়।

এদিকে পররাস্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, আজকে ৩৬১ জন দেশে ফিরবেন। এর মধ্যে ১৮ শিশু বাকিরা শিক্ষার্থীসহ ১৯টি পরিবারের সদস্য। উহানের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। যারা আসতে চেয়েছে তাদের আনা হচ্ছে।

চীনের উহান শহরে আটকাপড়া বাংলাদেশি শিক্ষার্থীকে আনতে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে চীন যাচ্ছে বিশেষ বিমান। বিকেলে রওয়ানা দিয়ে মধ্যরাতে বিমানটি তাদের নিয়ে ঢাকায় ফিরবে।

এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৩ জনে। এছাড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গেছে।