তাপসীর ‘থাপ্পড়’
by বিনোদন ডেস্কতাপসী পান্নু যেন উড়ছেন। একের পর এক বেরোচ্ছে ছবির খবর। গত বুধবার ফার্স্ট লুক প্রকাশ পেল সাবাশ মিঠু ছবির। ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজকে নিয়ে এই ছবি। এরপরেই গতকাল ইনস্টাগ্রামে প্রকাশিত হলো থাপ্পড় সিনেমার প্রথম ঝলক। একের পর এক ছবির খবরে বেশ উচ্ছ্বসিতই এই তারকা।
সামাজিক সচেতনতামূলক ছবিতে অভিনয়ে জন্য জুড়ি নেই তাপসীর। পিঙ্ক ছবি দিয়ে তার প্রমাণ রেখেছেন। করেছেন মুলক, বদলা, নাম শাবানার মতো ছবি। এবার অনুভব সিনহার পরিচালনায় থাপ্পড় ছবিতেও আসছেন তিনি।
প্রথম ঝলকে দেখা গেল, তাপসীর মুখে চোট ও যন্ত্রণার ছাপ। মনে হয় যেন তাঁকে কেউ থাপ্পড় মেরেছে। এটা বললে ভুল হবে না যে এটাও সামাজিক সচেতনতামূলক ছবি হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি দিয়ে তাপসী জানিয়েছেন, ‘থাপ্পড় কি পেহলি ঝলক হ্যায়’, অর্থাৎ থাপ্পড়–এর প্রথম ঝলক।
অনুভব সিনহা সব সময়ই ভালো মানের ছবি উপহার দিয়ে থাকেন। ভক্তরা এই ছবি দিয়েও তেমনটি আশা করছেন। মুলক ছবিতে অনুভবের পরিচালনায় প্রথমবার অভিনয় করেন তাপসী। ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া জাগাতে পারেনি। এবার এই জুটির দ্বিতীয় ছবি দেখার পালা। ছবিটিতে তাপসীর পাশাপাশি আছেন রত্না পাঠক, মানব কাউল, দিয়া মির্জা প্রমুখ। আজ প্রকাশিত হবে ছবিটির ট্রেলার। সূত্র: টাইমস অব ইন্ডিয়া