সীমান্তে দুই কেজি গাঁজাসহ আটক ২
by কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক কেজি ৯শ’ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) সদস্যরা। শুক্রবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কুষ্টিয়া ৪৭-বিজিবি’র অধিনায়ক মো. রফিকুল আলম।
আটকরা হলো- নাটোর জেলার লক্ষীপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত নওকেলের ছেলে মো. রবিউল ইসলাম (২৫) ও রাজশাহী জেলার কাটাখালী উপজেলার সাজিপাড়া গ্রামের মো. জিব্রাইলের ছেলে মো. আব্দুল মতিন (২৮)।
মো. রফিকুল আলম জানান- দৌলতপুর উপজেলাধীন আশ্রায়ণ মুন্সিগঞ্জ মাঠ (জিআর-৭১৭৬১৩ এমএস ৭৮ ডি/১২-১৬) নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় এক কেজি ৯শ’ গ্রাম গাঁজা, দুই হাজার তিনশ সাত টাকা এবং ১১০ রুপিসহ রবিউল ইসলাম ও আব্দুল মতিনকে আটক করা হয়। মো. মিলন (২৫) নামে আরও একজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।