সীমান্তে দুই কেজি গাঁজাসহ আটক ২

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/700%20x0x1/uploads/media/2020/01/31/9db61f265ac5388c5185e78236984df8-5e33ee3712164.jpg

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে এক কেজি ৯শ’ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) সদস্যরা। শুক্রবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কুষ্টিয়া ৪৭-বিজিবি’র অধিনায়ক মো. রফিকুল আলম।

আটকরা হলো- নাটোর জেলার লক্ষীপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত নওকেলের ছেলে মো. রবিউল ইসলাম (২৫) ও রাজশাহী জেলার কাটাখালী উপজেলার সাজিপাড়া গ্রামের মো. জিব্রাইলের ছেলে  মো. আব্দুল মতিন (২৮)।

মো. রফিকুল আলম জানান- দৌলতপুর উপজেলাধীন আশ্রায়ণ মুন্সিগঞ্জ মাঠ (জিআর-৭১৭৬১৩ এমএস ৭৮ ডি/১২-১৬) নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় এক কেজি ৯শ’ গ্রাম গাঁজা, দুই হাজার তিনশ সাত টাকা এবং ১১০ রুপিসহ রবিউল ইসলাম ও আব্দুল মতিনকে আটক করা হয়। মো. মিলন (২৫) নামে আরও একজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।