https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/01/31/d11a855d6eacf18254514baa72ba0243-5e33f920de250.jpg
ঊনপঞ্চাশ বাতাস ছবিতে দেখা যাবে ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানাকে। ছবি: সংগৃহীত

হতাশা কাটতে পারে ফেব্রুয়ারিতে

by

নতুন সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে প্রেক্ষাগৃহগুলো। অপেক্ষা করে আছেন বাংলা সিনেমার দর্শকেরাও। অথচ বছরের প্রথম মাসে নতুন সিনেমা এসেছে মাত্র দুটি। বাংলা চলচ্চিত্রের জন্য এটি দুঃখজনক একটি ঘটনা। অন্যদিকে সুখের খবর হচ্ছে, সিনেমার জন্য ২০২০ হতে যাচ্ছে আশাব্যঞ্জক একটি বছর। কারণ, এ বছর মুক্তি পাবে ভিন্ন স্বাদের অনেক সিনেমা।

জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে এম সাখাওয়াত হোসেন পরিচালিত ছবি জয়নগরের জমিদার ও নিয়ামুল মুক্তা পরিচালিত কাঠবিড়ালী। প্রথম ছবিটি নিয়ে কোথাও সে রকম কোনো আলোচনা শোনা যায়নি। তবে কাঠবিড়ালী দর্শকদের ভেতরে কিছুটা আগ্রহ তৈরি করতে পেরেছে। তবে আশা জাগাচ্ছে ফেব্রুয়ারি মাস। এ মাসে ঢাকা থেকে মুক্তি পাচ্ছে এমন বেশ কিছু চলচ্চিত্রের খবর পাওয়া গেছে।
গল্প একেবারেই আলাদা, নির্মাণেও গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসেছেন—এ রকম দুজন পরিচালকের দুটি সিনেমা এ মাসে মুক্তির জন্য প্রস্তুত। এগুলোর একটি গণ্ডি। ফাকরুল আরেফিন পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় জোড়া চরিত্রে অভিনয় করেছেন ঢাকার সুবর্ণা মুস্তাফা ও ভারতের কলকাতার সব্যসাচী চক্রবর্তী। যৌবন পেরিয়ে যাওয়া দুজন নর-নারীর প্রেম বা একাকিত্ব যাপনের কাহিনি নিয়ে এই সিনেমা। এর দৃশ্যায়নে যে নতুনত্বের ছোঁয়া রয়েছে, তা ছবিটির ট্রেলার দেখে খানিকটা আঁচ করা গেছে। অন্যদিকে এ মাসেই নিজের প্রথম সিনেমা নিয়ে আসছেন ছোট পর্দার নন্দিত নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে তাঁর ছবি ঊনপঞ্চাশ বাতাস। সিনেমার এমন নাম থেকেই নির্মাতার ব্যতিক্রম রুচি ও নির্মাণ সম্পর্কে সামান্য ধারণা পাওয়া যায়। ছোট পর্দার দুজন অল্প পরিচিত অভিনয়শিল্পী শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ অভিনয় করেছেন এই ছবিতে।ৎ

https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/01/31/5fb3d1ad778ea15756a03cf6802eb51c-5e33f91e4ac5f.jpg
সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা

প্রযোজক সমিতির বুকিংয়ের খাতায় কাটাকাটি করা যায়। সেখানে ভালোবাসা দিবসের শুক্রবারে কোনো ছবি এখনো নাম লেখাতে পারেনি। কাজী হায়াৎ পরিচালিত শাকিব খান অভিনীত বীর ছবিটি এদিন মুক্তি পেতেও পারে, না–ও পারে। ছবিটির প্রযোজক শাকিব খান নিজেই। ১৪ ফেব্রুয়ারি বীর মুক্তির সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘ছবির আবহসংগীতের কাজ শিগগিরই শেষ হবে। আশা করছি, আগামী সপ্তাহের প্রথম দিকে সেন্সরে জমা দিতে পারব। আশা আছে ১৪ ফেব্রুয়ারি মুক্তি দিতে।’ কিন্তু তারিখটির প্রতি বিশেষ আগ্রহের কারণে হৃদয়জুড়ে ছবির পরিচালক রফিক শিকদারও দিনটির জন্য জায়গা চেয়ে অপেক্ষা করছেন। তাঁর ছবিটিতে অভিনয় করেছেন নীরব ও প্রিয়াঙ্কা সরকার। তারিখ না পেলেও আশা করা যায় ফেব্রুয়ারিতেই তিনি ছবিটি অবমুক্ত করবেন।

ফেব্রুয়ারি মাসে পরাণ নামের আরেকটি সিনেমার কথা শোনা যাচ্ছে। পরিচালক রায়হান রাফির এই সিনেমায় অভিনয়শিল্পী হিসেবে দেখা যাবে বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহানকে। নাদের চৌধুরী পরিচালিত জ্বীন নামের একটি ছবিতে সজলের বিপরীতে পাওয়া যাবে পূজা চেরিকে। এই হলো ফেব্রুয়ারির প্রেক্ষাগৃহের ছবির হিসাব। তবে ফেব্রুয়ারি মাসের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের জয়া আহসান ও ভারতের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি রবিবার। কলকাতার অতনু ঘোষ পরিচালিত ছবিটির জন্য নানা কারণে বাংলা চলচ্চিত্রপ্রেমীরা অপেক্ষা করে আছেন।
এত আশার মাঝেও একটি আক্ষেপ থেকে যাচ্ছে। গত বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত ছবি ফাগুন হাওয়ায়। যথেষ্ট সাড়া ফেলেছিল সেটি। তিশা ও সিয়ামের অনবদ্য অভিনয়, চিত্রনাট্যের সঙ্গে সাযুজ্য রেখে ভাষার মাসে মুক্তি, সব মিলিয়ে ছবিটি দারুণ। সেই দিক থেকে এ বছরের ভাষার মাস বা ভাষা আন্দোলন নিয়ে কোনো ছবি হয়নি।