আইপিএস-এর ভেতর থেকে ইয়াবা উদ্ধার, আটক ২

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/700%20x0x1/uploads/media/2020/01/31/f04c30bf5d84c3a2708b0834aa20e646-5e33ec614540d.jpg

বরিশালের রূপাতলীতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে একটি অচল আইপিএস-এর ভেতর থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দু’জনকে আটক করে র‌্যাব। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় এই অভিযান চালানো হয়।

আটকরা হচ্ছে- পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মধ্য পৈকখালী গ্রামের হাকিম বেপারীর ছেলে রাসেল বেপারী ও একই উপজেলার লক্ষীপুরা গ্রামের মৃত মাহবুব হোসেনের ছেলে মো. বায়েজীদ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো ই-মেইলে এই তথ্য জানানো হয়।

বলা হয়, এক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে বরগুনার পাথরঘাটাগামী যাত্রীবাহী বাস দিদার পরিবহনে যাত্রী বেশে মাদকদ্রব্য বহন করছে-এমন তথ্য ছিল। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদর দফতরের সামনে একটি বিশেষ আভিযানিক দল চেকপোস্ট বসায়। রাত সাড়ে ১২টায় দিদার পরিবহনের গাড়িটি চেকপোস্ট অতিক্রমকালে গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এসময় রাসেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে- তার কাছে থাকা অচল আইপিএস এর ভেতর ইয়াবা রয়েছে। ওই আইপিএস এর ভেতর থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবার চালানটির মূল হোতা বায়েজিদ মল্লিককে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়।

আটকদের কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব-৮ এর ডিএডি জিল্লুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।