অস্ট্রেলিয়ায় দাবানল: রাজধানীতে জরুরি অবস্থা জারি

by

অস্ট্রেলিয়ায় ফের দাবানলের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর কিছু অংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্যানবেরার দক্ষিণাঞ্চলে দাবানল ভয়ঙ্কর রুপ ধারণ করা অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি (এসিটি) কর্তৃপক্ষ নির্দেশ দেয়।

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/01/31/a33345f8c3af343f1c904dcaf7c275fc-5e33e8ac67fc8.jpg

অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বরে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৮ জন মানুষ। বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ কোটি প্রাণীরও মৃত্যু হয়েছে। অসংখ্য গাছ পুড়েছে, হাজার হাজার বনভূমি উজাড় হয়েছে, ভস্মীভূত হয়েছে কয়েক হাজার বাড়িঘর। দেশটির নিউ সাউথ ওয়েলসের মধ্য উপকূলীয় কুলনুরা এলাকায় ১৫৬ লাখ হেক্টর আয়তনের গাছপালা পুড়ে বৃহৎ আকারের খেলার মাঠের মতো ফাঁকা হয়েছে। তবে গত ১৬ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় দাবানলের তীব্রতা কমতে থাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত দুই দশকে দাবানল সবচেয়ে বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে বলে জানিয়েছে এসিটি। শহরের দক্ষিণাঞ্চলে ১৮ হাজার ৫০০ হেক্টর এলাকাজুড়ে অগ্নিকাণ্ড ঘটছে।  

রাজধানীর মুখ্যমন্ত্রী অ্যান্ড্রু বার বলেন, ‘২০০৩ সালের পর এবারই সবচেয়ে ভয়ংকর দাবানল মোকাবিলা করছে এসিটি। এই মুহূর্তে এটা মোকাবিলা করাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ক্যানেবেরা যতদিন হুমকির মুখে আছে ততদিন এই জরুরি অবস্থা বহাল থাকবে।

সিডনি ও মেলবোর্নের মাঝামাঝি এই অঞ্চলে প্রায় ৪ লাখ মানুষের বসবাস। ক্যানবেরার নিকটবর্তী অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে এই মর্মে প্রস্তুত থাকতে বলা হয়েছে।