রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা খুন

http://www.dailyjanakantha.com/files/201912/1575909787_34.jpg

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার আশ্রয় শিবিরে সন্ত্রাসী রোহিঙ্গারা অপর এক রোহিঙ্গাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। পুলিশ মো: নুর নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে। নিহত আব্দুল্লাহ (১৮) উখিয়ার কুতুপালংয়ের সি ব্লকে আশ্রিত রোহিঙ্গা নুর আলমের পুত্র। রবিবার রাতে ক্যাম্প অভ্যন্তরে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, নুর আলমের পুত্র (১৮) রবিবার সন্ধ্যায় ক্যাম্পে মোহাম্মদ নসীমের চায়ের দোকানে চা খেতে গেলে সেখানে ৩-৪ জন রোহিঙ্গা যুবকের সঙ্গে বসার জায়গা নিয়ে কথা কাটাঁকাটিঁ হয়। এ সময় উত্তেজিত যুবকরা উপর্যুপরি ছুরিকাঘাত করলে আব্দুল্লাহ ঘটনাস্থলে মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার কুতুপালং ক্যাম্পে এক মাসের মধ্যে ৩ রোহিঙ্গাকে খুন করা হয়েছে। রোহিঙ্গারা বিভিন্ন এনজিও থেকে অতিরিক্ত ত্রাণ ও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে বলে ধারণা করেছেন সস্থানীয়রা। প্রয়োজনের চেয়ে বেশী ত্রাণ সামগ্রী পাওয়ার কারনে তাদের মধ্যে আচার আচরন, চাল-চলন ও সন্ত্রাসী মনোভাব বৃদ্ধি পেয়েছে।