রোহিঙ্গা গণহত্যা শুনানি
সু চির সমর্থনে মিয়ানমারে মিছিল-সমাবেশ
by কালের কণ্ঠ অনলাইননেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের গণহত্যা সংক্রান্ত মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। হএই মামলার শুনানিতে অংশ নিতে রবিবার নেদারল্যান্ডসে পৌঁছেছেন মিয়ানমারের নেতা এবং নোবেল শান্তি পুরষ্কারজয়ী অং সান সু চি। এদিকে, অং সান সু চির সমর্থনে
মিয়ানমারে বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেছে জনতা। তাদের হাতে বহন করা প্লাকার্ডে লিখা ছিল, ' উই স্ট্যান্ড উইথ স্ট্যাট অং সান সু চি' এবং উই স্ট্যান্ড উইথ মিয়ানমার'।
গত মাসে ইসলামিক সহযোগিতা সংস্থার পক্ষে মিয়ানমারে বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক আদালতে মামলা করে গাম্বিয়া। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে এই মামলা দায়ের করেছে দেশটি।
এই মামলার শুনানিতে মিয়ানমারের পক্ষে অংশ নেবেন অং সান সু চি।
১০ থেকে ১২ ডিসেম্বর উভয় দেশের প্রতিনিধিরা শুনানির জন্য আদালতে হাজির হবেন।
২০১৭ সালের শেষদিকে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা প্রতিবেশী সেনাবাহিনীর অভিযানের কারণে বাংলাদেশে পালিয়ে গিয়েছিল।
জাতিসংঘের তদন্তকারীরা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনীর এই অভিযানের নেপথ্যে 'গণহত্যার উদ্দেশ্য' ছিল।
তবে, মিয়ানমার সরকার ও সামরিক বাহিনী উভয়ই এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র : রয়টার্স, ইরাবতি নিউজ