ডিএফপিতে নিয়োগ পরীক্ষা ১৩ ডিসেম্বর

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/500x0x1/uploads/media/2016/04/18/14c4af93a565a8640a18a847d691dcea-5714d7f865a4e.png
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) পাঁচ ধরনের ১১টি শূন্যপদ পূরণের জন্য নিয়োগের লিখিত পরীক্ষা ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, সাব-এডিটর, রেফ্রিজারেশন মেকানিক, ড্রাইভার, প্রুফ রিডার ও কপিহোল্ডার।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের পরিচালক স. ম. গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীদের বর্তমান ঠিকানায় প্রবেশপত্র পাঠানো হয়েছে। যেসব প্রার্থী প্রবেশপত্র পাননি তাদেরকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও দুইকপি পাসপোর্ট আকারের ছবিসহ ১২ ডিসেম্বরের মধ্যে ডিএফপি-তে যোগাযোগ করে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহের জন্য অনুরোধ করা হচ্ছে।
লিখিত পরীক্ষার দিনেই অধিদফতরের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে ফল প্রকাশ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।