‘আমার বোনের সঙ্গে বিছানায়, তাই এই ম্যাচে খেলছে না’
by সংবাদ সংস্থাদলে কোনও পরিবর্তন হয়েছে কি? দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ এমএসএলে টস করার সময় পার্ল রকস দলের অধিনায়ক ফাফ দু’প্লেসির কাছে জানতে চাওয়া হয়েছিল। যার উত্তরে হতবাক হয়ে হাসিতে ফেটে পড়েন প্রশ্নকর্তা।
দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ দু’প্লেসির বোন রেমি রিনার্সের সঙ্গে শনিবার বিয়ে হয়েছে জোরেবোলার হার্ডাস ভিলোজেনের। যিনি আবার পার্ল রকস দলে দু’প্লেসির সতীর্থ। রবিবার তাই তিনি নেলসন ম্যান্ডেলা বে জায়ান্টস দলের বিরুদ্ধে এমএসএলের এই ম্যাচে খেলেননি।
টস হওয়ার পর দলে কোনও পরিবর্তন হয়েছে কি না, এই প্রশ্নে দু’প্লেসি বলেন, “হার্ডাস ভিলোজেন এই ম্যাচে খেলছে না। এখন আমার বোনের সঙ্গে ও বিছানায় রয়েছে। গতকালই ওদের বিয়ে হয়েছে কি না!” দু’প্লেসির উত্তরে হাসি চেপে রাখতে পারেননি প্রেজেন্টার। হাসিতে ফেটে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়াতেও দু’প্লেসির এই উত্তর ভাইরাল হয়ে উঠেছে।
আরও পড়ুন: রোহিতকে টপকে গেলেন বিরাট, ওয়াংখেড়েতে ঘরের মাঠে কি মেজাজে ফিরবেন হিটম্যান?
আরও পড়ুন: এই ফিল্ডিংয়ে জেতা যায় না, ক্ষুব্ধ অধিনায়ক