ট্রাকের নিচে প্রাণ গেল পথচারীর
by কালের কণ্ঠ অনলাইনবগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মহির উদ্দিন (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার (৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহির উদ্দিন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, ভোরে কলেজ রোড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মহির উদ্দিন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
হাইওয়ে পুলিশের বগুড়ার কুন্দারহাট ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।