https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2019/12/09/901214a8daeefbd9323e4894a3116605-5dee2782e70ac.JPG
পাড়ে স্তূপ করা বর্জ্য গিয়ে মিশছে তুরাগে।

ভাগাড়ে পরিণত হচ্ছে তুরাগ

by

নদীরক্ষাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়াটার কিপারস বাংলাদেশের এক সমীক্ষায় দেখা গেছে, বুড়িগঙ্গার চেয়ে তুরাগের দূষণ বেশি। তুরাগের তীরে শিল্প–কারখানা থাকায় শিল্প বর্জ্য সরাসরি এসে নদে পড়ছে। গৃহস্থালির নানা বর্জ্যও যোগ হচ্ছে এই নদে। টঙ্গী বাজার ও আবদুল্লাহপুরের মাঝখান দিয়ে বয়ে চলা তুরাগের অংশটির অবস্থা শোচনীয়। দূষণের কারণে মরতে বসেছে এই অংশটি। নদের পানিতে ধোয়া হয় ডাইং কারখানার পলিথিন এবং বস্তা। ছবিগুলো সোমবারের।

https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2019/12/09/4598aab5692d1b53ebdccb8e6a87f02b-5dee2780dc803.JPG
পয়োনালা দিয়ে বর্জ্য এসে পড়ছে তুরাগে।
https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2019/12/09/092da91e0e10118179e2a886de6d65b6-5dee278122cf2.JPG
নদের পানিতে ধোয়া হচ্ছে ডাইং কারখানার পলিথিন।
https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2019/12/09/8c9fb311e89b4cc07844f9d7ea99b83e-5dee27833fbdc.JPG
বর্জ্যে ছেয়ে গেছে তুরাগের একাংশ।
https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2019/12/09/29cf911e7bcbb5acdbdd919e78ec8bb7-5dee277faeaab.JPG
নদের ওপরেই বানানো হয়েছে শৌচাগার।
https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2019/12/09/bdb4e505b2c2fcbd217c819959ab9a8a-5dee278378837.JPG
দিন দিন বেড়েই চলছে তুরাগের দূষণ।