ভাগাড়ে পরিণত হচ্ছে তুরাগ
by আবদুস সালামনদীরক্ষাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়াটার কিপারস বাংলাদেশের এক সমীক্ষায় দেখা গেছে, বুড়িগঙ্গার চেয়ে তুরাগের দূষণ বেশি। তুরাগের তীরে শিল্প–কারখানা থাকায় শিল্প বর্জ্য সরাসরি এসে নদে পড়ছে। গৃহস্থালির নানা বর্জ্যও যোগ হচ্ছে এই নদে। টঙ্গী বাজার ও আবদুল্লাহপুরের মাঝখান দিয়ে বয়ে চলা তুরাগের অংশটির অবস্থা শোচনীয়। দূষণের কারণে মরতে বসেছে এই অংশটি। নদের পানিতে ধোয়া হয় ডাইং কারখানার পলিথিন এবং বস্তা। ছবিগুলো সোমবারের।