চালের দাম বাড়ার কারণ খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ
by সময় সংবাদদিনাজপুরে হঠাৎ চালের দাম বাড়ার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দাম বাড়ায় সাধারণ ও খেটে খাওয়া মানুষ সবচেয়ে দুর্ভোগে পড়েছেন। দাম বাড়ার জন্য মিলারদের সিন্ডেকেটকেই দায়ী করছেন ক্রেতা ও খুচরা বিক্রেতারা। তবে ব্যাংক ঋণ ও লোকসান পুষিয়ে নিতেই মিলাররা চালের দাম কিছুটা বাড়িয়েছেন বলে মনে করেন জেলা চেম্বারের নেতা।
পর্যাপ্ত চাল মজুদ এবং নুতন ধান ওঠার পরও দিনাজপুরের বাজারে চালের দাম বেড়েছে প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা। আর বস্তাপ্রতি চালের প্রকার ভেদে বেড়ছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
ভরা মৌসুমেও চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে মিলারদের সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতা ও খুচরা বিক্রতারা।
দিনাজপুর চেম্বার অব কমার্স সভাপতি সুজাউর রব চৌধুরী স্বীকার করেন, ব্যাংক ঋণ ও লোকসান পুষিয়ে নিতে মিলাররা চালের দাম কিছুটা বাড়িয়েছেন।
এবার জেলায় ২ লাখ ৫৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা সাড়ে ৭ লাখ টন।