প্রতি জেলায় কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2019/11/29/9f3213f26c61120975bebe3be49fbcdb-5de1155648242.jpg
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের প্রতিটি জেলায় অতি দ্রুত ১০ বেডের কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে। ফলে রোগীরা নিজ এলাকায় থেকে কিডনি ডায়ালাইসি করতে পারবেন।’

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। দেশে এখন শিশু মৃত্যু হার কমেছে। সারাদেশে হেলথ অ্যাসিসট্যান্ট,  টেকনিশিয়ানসহ স্বাস্থ্যখাতে অতি দ্রুত ২০ হাজার লোক নিয়োগ করা হবে। এছাড়া আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বিকালে স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ সদর উপজেলা বেতিলা বাজার খেয়াঘাটে সেতুর ভিত্তি প্রস্তর ও বেতিলা স্কুল অ্যান্ড কলেজের বর্ধিত ভবনের উদ্বোধন করেন।

বেতিলা স্কুল অ্যান্ড কলেজের আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গ্রাম আজ শহরের পরিণত হচ্ছে। প্রতি বাড়িতে বিদ্যুৎ সংযোগসহ ও রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে।