নজরুল ইসলামের মায়ের মৃত্যু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইর শোক প্রকাশ

by

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা ইন্‌ক-এর উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ নঈমী ও সাধারণ সম্পাদক এস এম ইকবাল ফারুক গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে অবস্থিত মমতাজ-ওয়াজেদিয়া নূরানী, হেফজ খানা, এতিম খানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলামের মা মমতাজ বেগম ১২ নভেম্বর বেলা তিনটা ৪৫ মিনিটে চট্টগ্রামের গ্রিনভিউ আবাসিক এলাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০ বছর ধরে নিউইয়র্কে বাস করতেন। এক বছর আগে দেশে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।
১২ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের গ্রিনভিউ আবাসিক এলাকা জামে মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর বেলা ১১টায় সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে মমতাজ-ওয়াজেদিয়া নূরানী, হেফজ খানা, এতিম খানা ও মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।