https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2019/11/29/ce660191dc0bf9188c163641981fed10-5de0e6d71fd99.gif
সভায় কেক কেটে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের জন্মদিন পালন করা হয়

মোড়েলগঞ্জ উপজেলা সোসাইটির সভা

by

মোড়েলগঞ্জ উপজেলা সোসাইটি ইউএসএ ইন্‌ক-এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর রাত আটটায় জ্যামাইকার একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ফারুক হোসেন তালুকদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান তৈয়ব।
সভায় বক্তব্য রাখেন—সংগঠনের সভাপতি মো. ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি মো. বাবুল হাওলাদার, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান তৈয়ব, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, অর্থ সম্পাদক গাজী ফায়জুর রহমান, প্রচার সম্পাদক চয়ন মিস্তী, আপ্যায়ন সম্পাদক স্বপন তালুকদার, সদস্য মাইনুল হাসান ও মহাসীন খান।
সভার প্রথমেই শোকপ্রস্তাব আনা হয়। এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান তৈয়বের দুই ভাই মাহাবুবুর রহমান (৬৭) ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান (৬১) ও সদস্য মহাসীন খানের বোন নাহার খানমের (৫০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৪ ডিসেম্বর বিকেল পাঁচটায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ও পিঠা উৎসবের আয়োজনসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
ওই দিন যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের জন্মদিন পালন করা হয়। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক কাটার আয়োজনে অংশ নেন বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি মো. শামীম হোসেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান প্রমুখ।