তামিলনাড়ুতে ভারী বর্ষণের শঙ্কায় স্কুল-কলেজ বন্ধ
অনলাইন ডেস্ক ॥ ভারী বৃষ্টিপাতের শঙ্কায় ভারতের তামিলনাড়ুর তিন রাজ্যের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তুমুল বর্ষণে গতকাল বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন স্থানে পানি জমে যায়, সৃষ্টি হয় ভয়াবহ যানজট।
শুক্রবারও বৃষ্টির ধারা অব্যাহত থাকার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। পাশাপাশি কিছু এলাকায় ভারী বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
আইএমডি জানায়, বৃষ্টিতে সবচেয়ে বেশি ভুগবে কাঞ্চিপুরাম, ভেল্লোর ও চেঙ্গালপেট জেলাগুলো। একারণে এই তিন জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সব পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে।