ইরানের নৌবাহিনীতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক ড্রোন
অনলাইন ডেস্ক ॥ ইরানের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির নৌবাহিনীতে অত্যাধুনিক ড্রোন যুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি। এসব ড্রোনের পাল্লা যেমন বেশি হবে তেমনি প্রযুক্তিগুলো অনেক বেশি উন্নত হবে বলে জানান তিনি।
হোসেইন খানজাদি জানান, বর্তমানে ইরানের নৌবাহিনীতে যেসব ড্রোন যুক্ত রয়েছে সেগুলো ২০০ থেকে এক হাজার কিলোমিটার পাল্লার কিন্তু যখন নতুন উন্নত ড্রোন যুক্ত করা হবে তখন এসব পুরোনো ড্রোন সরিয়ে নেয়া হবে এবং নতুন ড্রোনের পাল্লা হবে আরো অনেক বেশি। এতে ইরানি নৌবাহিনীর নজরদারির ক্ষমতা অনেক বেশি বাড়বে।
নৌ বাহিনীর বিশেষজ্ঞদের রাত-দিনের পরিশ্রমের কথা উল্লেখ করে অ্যাডমিরাল খানজাদি বলেন, তাদের এই পরিশ্রমের কারণে খুব শিগগিরি আমরা অনেক উন্নত প্রযুক্তি দেখতে পাব এবং সেগুলো ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে।
ইরানি নৌবাহিনীর কমান্ডার আরও জানান, এরইমধ্যে তারা সফলতার সঙ্গে জেট পাওয়ার চালিত সিজ্জিল ড্রোনের পরীক্ষা সম্পন্ন করেছেন। এ ড্রোন নির্মাণের ক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সহযোগিতা করেছে।
খানজাদি জানান, এই ড্রোন ঘণ্টায় এক হাজার কিলোমিটার বেগে উড়তে পারে এবং কয়েকটি বোমা বহন করতে সক্ষম। সিজ্জিল ড্রোন থেকে ১০০ কিলোমিটার ওপর হতে শত্রুর লক্ষ্যবস্তুর উপর বোমা নিক্ষেপ করা সম্ভব। তিমি মাছের মতো আকৃতি দেওয়া হয়েছে নতুন এ ড্রোনের।
সূত্র: প্রেস টিভি