তাপমাত্রার পারদ একটু একটু করে কমছে। শীত না পড়লেও রয়েছে শীতের আমেজ। তার মধ্যেই উষ্ণতা ছড়াল বলিউড অভিনেত্রী দিশা পটানির একটি ছবি।
২৭ বছরের অভিনেত্রী বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন একটি সাদা কালো ছবি। সেই ছবিতে অনন্য ভঙ্গিতে বসে থাকতে দেখা যাচ্ছে দিশাকে। পাশে সুইমিং পুল। উপর থেকে জল পড়ছে সেখানে। সেই পুলের পাশে বিকিনি পরে বসে আছেন ‘ভারত’ ছবির এই অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
এই ছবি পোস্ট করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিশা জানিয়েছেন, ছুটি কাটাতে গিয়ে এই ছবি তুলেছেন তিনি। কিন্তু কোথায় ছুটি কাটাচ্ছেন তিনি সে ব্যাপারে কিছু জানানানি। এমনকি তিনি একাই ছুটি কাটাচ্ছেন কি না জানাননি তাও। দেখুন সেই ছবি—
তবে বিকিনি পরা মোহময়ী ছবিটি ছাড়াও আরও দু’টি ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবিতে বৌদ্ধ মূর্তির সামনে তাঁকে দেখা যাচ্ছে, প্রিন্টেড লং স্কার্ট ও হলুদ রঙের ক্রপ টপে। দেখুন সেই ছবি—