মাদকের বিরুদ্ধে অভিযানে গিয়ে হামলার শিকার

by

 

https://cdn.banglatribune.com/contents/cache/images/300x0x1/uploads/media/2016/01/10/6400649dcd3edab2372d2d39545c0a26-.jpg
বগুড়া

বগুড়ার আদমদীঘিতে মাদক বিক্রেতাকে আটক করতে গিয়ে দুজন মারধরের শিকার হয়েছেন। তারা হলেন- সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমান ও তার সোর্স সুনিল চন্দ্র। পুলিশ মাদক বিক্রেতা শিবলুর মা হামিদা বেগমকে (৫৫) আটক করেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সান্তাহার সুইপার কলোনীর পাশে চা বাগান এলাকায় এই ঘটনা ঘটেছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, ইন্সপেক্টর আনিসুর রহমানের সঙ্গে মাদক বিক্রেতাদের ধস্তাধস্তি হয়েছে। এ ব্যাপারে হামলাকারী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, সান্তাহার সুইপার কলোনীর চা বাগান এলাকার নুরুল ইসলামের স্ত্রী হামিদা বেগম ও ছেলে শিবলুসহ পুরো পরিবার মাদক বিক্রি করে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আমি ফোর্সসহ সোর্স সুনিল চন্দ্রকে নিয়ে অভিযানে যাই। তখন মাদক বিক্রেতারা আমার ওপর হামলা চালায়। শিবলু ও অন্যরা পালিয়ে গেলে ৬০ পিস ইয়াবা ও ৫ পুরিয়া হেরোইনসহ তার মা হামিদা বেগমকে আটক করা হয়।

সান্তাহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি আবদুল কুদ্দুস জানান, মাদক বিক্রেতাদের নির্মুল ও গ্রেফতার করা হোক।