গুগল ফটোজে ‘ম্যানুয়াল ফেস ট্যাগিং’ সুবিধা

by

বন্ধুদের সহজে ছবি পাঠানোর সুযোগ দিতে ‘ম্যানুয়াল ফেস ট্যাগিং’ ফিচার চালু করেছে গুগল ফটোজ। ফিচারটি কাজে লাগিয়ে ছবিতে থাকা এক বা একাধিক ব্যক্তির নাম আলাদা করে ট্যাগ করা যাবে।

উল্লেখ্য, ছবি আপলোডের সময়ই ‘সাজেস্টেড শেয়ারিং’ ফিচার কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে ছবিতে থাকা ব্যক্তিদের নাম ট্যাগ করে ছবি বিনিময় ও অনলাইন স্টোরেজ সেবাটি। এমনকি যাদের সঙ্গে নিয়মিত ছবি বিনিময় করা হয় তাদের ঠিকানাও দেখায়। ফলে ছবি পাঠানোর জন্য বন্ধুদের ই-মেইল ঠিকানা খোঁজার দরকার হয় না। 

কিন্তু স্বয়ংক্রিয় ট্যাগ পদ্ধতিতে সব ব্যক্তির নাম যুক্ত না হওয়ার অভিযোগ করে আসছিলেন অনেক ব্যবহারকারী। সমস্যা সমাধানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাদ পড়া ব্যক্তিদের নাম ম্যানুয়াল পদ্ধতিতে ট্যাগ করার সুযোগ চালু করল  গুগল ফটোজ।

সূত্র : ইন্টারনেট