আনিসুল হকের কবর জিয়ারত করলেন আতিক

by
আনিসুল হকের কবর জিয়ারত করলেন আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের কবর জিয়ারত করেছেন মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের পর বনানী কবরস্থানে যান আতিক। এসময় তিনি আনিসুল হকের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।

কবর জিয়ারতের সময়ে আতিকের সঙ্গে ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন,  যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলসহ অন্যান্য নেতাকর্মীরা।

বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন আতিকুল ইসলাম

এর আগে আতিকুল ইসলাম তার বাবা-মা’র কবর জিয়ারত করেন।